ঘাড় মটকানো দৈত্য
এক লোকের খায়েশ হয়েছে, যা খুশি তা-ই সে করতে পারবে, এ রকম একটা শক্তি তার দরকার। তখন সে বহু খোঁজখবর করে একজন কামেল পীরের কাছে গিয়ে বলল, আমি এমন একটা ক্ষমতা চাই যার ফলে আমার যা ইচ্ছা হবে, তা-ই যেন করতে পারি। আমি চিরদিন আপনার মুরিদ হয়ে থাকব। পীর বললেন, বিষয়টা খুব ভালো হবে না। লোকটা বলে, তবু শেখান। লোকটি