Ajker Patrika

চুরিতেও লাকি সেভেনেই ভরসা তাঁদের!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চুরিতেও লাকি সেভেনেই ভরসা তাঁদের!

বিশ্বের প্রায় সব সংস্কৃতির মানুষ বিশ্বাস করে ৭ সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক। এই কথাটি মাথায় রেখে হয়তো চুরি করতে গিয়েছিলেন সাত নারী। সকাল সাত টা ৭ মিনিটে সাত নারী চোর নির্মাণাধীন এক ভবনে ঢুকে সাত মিনিটেই নির্মাণ সামগ্রী চুরি করে পালিয়ে গেছেন তাঁরা। অবাক করা হলেও এমনটি ঘটেছে নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনিতে। গত সোমবার সকালে যখন ভবনটির নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মচারী ঘুমে ছিলেন তখনই এই চুরির ঘটনা ঘটান সংঘবদ্ধ ওই চোর চক্র।

এ ঘটনায় সিটি টিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে পুলিশ। পরে গত মঙ্গল ও বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের তিন সদস্যকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তার তিনজন হলেন, শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮), ও  আফসানা বেগম (৪০)। । এ ঘটনায় ১৮টি সার্কিট বেকার, ১০ টি সার্কিট বিভিন্ন ধরনের পাইপসহ প্রায় ২০০টি নির্মাণ সামগ্রী।

ঘটনাস্থল থেকে পাওয়া সিসি টিভি ফুটেজে দেখা গেছে সোমবার সকাল সাতটা ৭ মিনিটে রৌফাবাদ কলোনির ওই নির্মাণাধীন ভবনে ঢুকে পড়েন সাত নারী। তাদের পরনে শাড়ি, মুখ ঢাকা ছিল ওড়নায়। ভবনের নিচতলায় কেউ নেই নিশ্চিত হয়ে সোজা তারা উঠে পড়েন তৃতীয় তলায়। সেখানে একটি কক্ষে রাখা ছিল ভবন নির্মাণের বেশ কিছু সামগ্রী। তালা না থাকায় সহজেই সেটিতে ঢুকে লুটে নেন পাইপ, সার্কিট ব্রেকার, কয়েলসহ বিভিন্ন ধরনের সামগ্রী। কাকতালীয়ভাবে এই চুরি করতে তারা সময় নিয়েছিলেন ৭ মিনিট। সিসি টিভি ফুটেজে দেখা গেছে ৭টা ৭ মিনিটে ঢুকে ৭টা ১৪ মিনিটে ওই কক্ষ থেকে বেরিয়ে আসছেন তারা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কাকতালীয়ভাবে চুরির ঘটনাটি ৭ চোর, সকাল ৭টায় ৭ মিনিটে করেছে। তারা এভাবে দল বেঁধে নগরের বিভিন্ন নির্মাণাধীন ভবন ও বাসায় চুরি করে। আমরা সিসি টিভি ফুটেজ দেখে তাদের খুব দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করতে পেরেছি। বাকি ৪ জনকে ধরতে আমাদের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত