কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর কমলনগরের চর লরেন্স ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত লোকমান প্রকাশ কালু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা। অভিযুক্ত লোকমান চর লরেন্সের ভাড়াটিয়া মৃত রফিক মাঝির ছেলে। লোকমান ভোলার মাইজচরার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকেই ওই গৃহবধূর দিকে নজর ছিল লোকমানের। গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরের সংসার চালান। প্রায়ই তিনি গভীর রাতে নদীতে মাছ ধরতে যান। ঘটনার দিন তার অনুপস্থিতে আনুমানিক রাত ২টার দিকে লোকমান গৃহবধূর বাড়িতে আসেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গৃহবধূর স্বামীর পরিচয়ে মোবাইলে কল দিয়ে দরজা খোলার কথা বলেন। এরপর দরজা খুলতেই লোকমান ওই গৃহবধূর মুখ বন্ধ করে তাঁকে বাড়ির পাশের খেতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে এবং তাঁর শরীর আঘাত করে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে গৃহবধূ লোকমানের হাত থেকে পালিয়ে বিবস্ত্র অবস্থায় পাশের বাড়িতে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, `লোকমান আমার স্বামীর পরিচয়ে দরজা খুলতে বললে, আমি দরজা খুলতেই আমার মুখ চেপে ধরে। আমি চিৎকার করতে চাইলে আমাকে মারধর করে ও ধর্ষণ করে। সারা শরীর সে কামড়ে চিমড়ে রক্তাক্ত করেছে।'
কমলনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চর লরেন্স গ্রাম থেকে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। লোকমান ধর্ষণের বিষয় শিকার করায়, তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজ হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে
লক্ষ্মীপুর কমলনগরের চর লরেন্স ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত লোকমান প্রকাশ কালু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা। অভিযুক্ত লোকমান চর লরেন্সের ভাড়াটিয়া মৃত রফিক মাঝির ছেলে। লোকমান ভোলার মাইজচরার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকেই ওই গৃহবধূর দিকে নজর ছিল লোকমানের। গৃহবধূর স্বামী নদীতে মাছ ধরের সংসার চালান। প্রায়ই তিনি গভীর রাতে নদীতে মাছ ধরতে যান। ঘটনার দিন তার অনুপস্থিতে আনুমানিক রাত ২টার দিকে লোকমান গৃহবধূর বাড়িতে আসেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গৃহবধূর স্বামীর পরিচয়ে মোবাইলে কল দিয়ে দরজা খোলার কথা বলেন। এরপর দরজা খুলতেই লোকমান ওই গৃহবধূর মুখ বন্ধ করে তাঁকে বাড়ির পাশের খেতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে এবং তাঁর শরীর আঘাত করে ক্ষতবিক্ষত করে। একপর্যায়ে গৃহবধূ লোকমানের হাত থেকে পালিয়ে বিবস্ত্র অবস্থায় পাশের বাড়িতে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, `লোকমান আমার স্বামীর পরিচয়ে দরজা খুলতে বললে, আমি দরজা খুলতেই আমার মুখ চেপে ধরে। আমি চিৎকার করতে চাইলে আমাকে মারধর করে ও ধর্ষণ করে। সারা শরীর সে কামড়ে চিমড়ে রক্তাক্ত করেছে।'
কমলনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চর লরেন্স গ্রাম থেকে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। লোকমান ধর্ষণের বিষয় শিকার করায়, তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজ হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫