Ajker Patrika

পুলিশের চোখ ফাঁকি দিতে মাজারের সামনে ইয়াবা বিক্রি, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭: ০৩
পুলিশের চোখ ফাঁকি দিতে মাজারের সামনে ইয়াবা বিক্রি, আটক ১

চট্টগ্রামে পুলিশের চোখ ফাঁকি দিতে মাজারের সামনে ইয়াবা বিক্রির অভিযোগে মনিরুর রহমান পারভেজ (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। 

গতকাল রোববার দিবাগত রাতে ডবলমুরিং থানার পূর্ব মুহুরীপাড়া এলাকার দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তিনি মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করেন। 

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পারভেজ মুহুরীপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁর বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা রয়েছে। 
তিনি বিভিন্ন মাজারের সামনে বসে ইয়াবা বিক্রি করেন। এর আগেও তাকে হালিশহর থানার ট্যাক্সিম হাজীর মাজারের সামনে বসে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়েছিল। 

আটক ব্যক্তির বরাত দিয়ে ওসি জানান, মাজারের সামনে দাঁড়ানো কাউকে সাধারণত সন্দেহ করা হয় না। এখানে মাদক বিক্রি কিছুটা ঝুঁকিমুক্ত। তাই মাজারের সামনে বসেই পারভেজ ইয়াবা বিক্রি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত