Ajker Patrika

‘আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৫: ১৩
‘আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রভাবশালী পরিবারের যুবক তোফায়েল মিয়ার (২০) বিরুদ্ধে। গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছে ভুক্তভোগীর মা। 

অভিযুক্ত তোফায়েল উপজেলার শাহজাদাপুর গ্রামের রতন মিয়ার ছেলে। 

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী হিসেবে তোফায়েল প্রায়ই শিশুটির ঘরে আসা-যাওয়া করত। গত ১ মে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে তোফায়েল দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি তোফায়েলের মা-বাবাকে জানালে উল্টো মিথ্যা বলে উড়িয়ে দেন তাঁরা। শিশুর পরিবারকে গালমন্দ করে ধমকাতে থাকেন। থানায় মামলা করলে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দেন। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ক্রমেই অসুস্থ হতে থাকলে সর্দার আলী মিয়া ও মধু মিয়া শিশুর মাকে ১ হাজার ৩০০ টাকা দিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন এবং মামলা করতে নিষেধ করেন। পরে শিশুর মা গত ৯ মে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবশেষে গত বুধবার রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। 

মামলার বাদী ভুক্তভোগী শিশুটির মা ও বৃদ্ধ বাবা বলেন, ‘এখন আমাদের সন্তানের কী হবে! আমরা ভূমিহীন। অন্যের জায়গায় থাকি। আমরা খুবই অসহায়! আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমার মেয়ের অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। আমার অবুঝ মেয়েটা পুরুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’ 

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘শিশুর বাবা আমাকে বিষয়টা জানিয়েছেন। ধর্ষণের শিকার শিশুটি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছে। শিশুটির অবস্থা বেশি ভালো না।’ 

এ বিষয়ে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী শিশুটির মেডিকেল সম্পন্ন করেছি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপির (২য় আদালত ব্রাহ্মণবাড়িয়া) সামনে সশরীরে উপস্থিত হয়ে শিশুটি নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত