Ajker Patrika

চাঁদপুরে পৃথক অভিযানে ৫৮ মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে পৃথক অভিযানে ৫৮ মণ জাটকা জব্দ

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৫ কেজি (৫৮ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ রোববার দুপুরে চাঁদপুর নৌ পুলিশ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আজ ভোর ৬টার দিকে কোস্টগার্ড চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে একটি ফাইটার বোট তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দ করা জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খন্দকার মুনিফ তকি আরও বলেন, পরে মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সফরমালি মেঘনার চর থেকে মালিক বিহীন নেটের বস্তায় ভর্তি পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩৫ কেজি জাটকা জব্দ করা হয়। পরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত