Ajker Patrika

ফের রোহিঙ্গা ক্যাম্পে খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯: ৫৯
ফের রোহিঙ্গা ক্যাম্পে খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সৈয়দ উপজেলার থাইংখালীর ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯ নম্বর ক্যাম্পের এ/ ১০ ব্লকের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। 

তাজনিমারখোলা ক্যাম্পের রোহিঙ্গারা জানান, মুখোশধারী একদল যুবক ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র বের করে সৈয়দকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা সৈয়দ হোসেনের হাতে, গলায় ও বুকে আঘাত করে। 

স্থানীয় রোহিঙ্গাদের দাবি, হাফেজ সৈয়দ হোসেন আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সব সময় সোচ্চার ছিল। এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাঁদের। 

এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

এ নিয়ে গত এক সপ্তাহে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড ঘটল। এর আগে গত ১৫ অক্টোবর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/ ১৮ ব্লকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই মাঝি আনোয়ার ও ইউনুসকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৮ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করে এপিবিএন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত