Ajker Patrika

শত্রুতার বলি ৫০০ সুপারি গাছ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শত্রুতার বলি ৫০০ সুপারি গাছ

লক্ষ্মীপুরের রায়পুরে শত্রুতার জেরে রাতের আঁধারে প্রায় ৫০০ সুপারি গাছ কেটে ফেলা হয়েছে। চুরি হয়েছে এসব গাছের সুপারিগুলোও। একটি গ্রামীণ রাস্তা সংস্কারকে কেন্দ্র করে পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার গভীর রাতে গাছগুলো কাটা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর শহরের দেনায়েতপুর এলাকার পাটওয়ারী বাড়ির ইটের রাস্তাটি ২৫ লাখ টাকা ব্যয়ে পাকাকরণের জন্য সম্প্রতি পৌরসভা থেকে দরপত্র আহ্বান করা হয়। রাস্তাটি ৫ ফুট থেকে ১০ ফুটে উন্নীত করার কথা। এ কাজের জন্য দুপাশের বাগানের সহস্রাধিক সুপারি গাছ কাটা প্রয়োজন হয়ে পড়ে। পাটওয়ারী বাড়ি ও আশপাশের লোকজন গাছ কাটতে রাজী হলেও রফিকুল ইসলামসহ কয়েক জন রাজী হচ্ছিলেন না। গতকাল সোমবার বিকেলে পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট সরেজমিন গিয়ে দুপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিরোধ মেটাতে তৎপরতা চালান। ওই রাতেই এ ধরনের ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫০০ সুপারি গাছ কেটে এলোপাতাড়ি ফেলে রাখা হয়েছে। শুধু এক পাশের গাছগুলোকেই কেটে রাখা হয়েছে। নিয়মানুযায়ী বর্তমান অবস্থান থেকে দুপাশেই সমভাবে রাস্তাটির প্রস্থ বাড়ার কথা। কিন্তু পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের গাছ না কেটে অন্যদের গাছগুলো বেছে বেছে কাটা হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সকালে সুপারি বাগানে গিয়ে দেখি পাটওয়ারী বাড়ির লোকজন আমার ৫০০ গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেরে রেখেছে। আমাদের ক্ষতি করতে ওই বাড়ির লোকজন পরিকল্পিতভাবে শুধু আমাদের অংশের এ ক্ষতি করেছে। তাঁদের ন্যক্কারজনক এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’ 

সুপারি ব্যবসায়ী মাজহারুল ইসলাম রিয়াদ বলেন, ‘আমি দেড় মাস আগে রফিকুল ইসলামসহ তিনজনের কাছ থেকে ৩ লাখ টাকা অগ্রিম দিয়ে সুপারি বাগান রেখেছি। তাঁরা আমার সুপারিগুলো লুটপাট করেছে। গাছের সঙ্গে কেউ এ ধরনের নির্মম শত্রুতা করতে পারে তা কল্পনার বাইরে।’ 

পাটওয়ারী বাড়ির বাসিন্দা দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে সুপারি নিয়ে গেছে তা আমরা জানি না। তবে আমরা চাই রাস্তাটি প্রশস্ত করে পাকা করা হোক।’

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ নিয়ে জানতে চাইলে রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, ‘পাটোয়ারী বাড়ির রাস্তাটি নিয়ে বিরোধ থাকায় গতকাল সোমবার সরেজমিন পরিদর্শন করি। মীমাংসা না হওয়া পর্যন্ত এই রাস্তা করা হবে না। তবে এভাবে গাছগুলো কাটা ঠিক হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত