Ajker Patrika

যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ফেনী প্রতিনিধি
যুবলীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ফেনী শহরে এক কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। 

ভুক্তভোগী কিশোরী ফেনীর একটি স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম তারেক। তিনি ফলেশ্বর এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। 
ভুক্তভোগীর ভাই জানান, ফেনী পৌরসভায় সপরিবারে বসবাস করেন তারা। দীর্ঘদিন প্রতিবেশী যুবলীগ নেতা তারেক তাঁর বোনকে উত্ত্যক্ত করে আসলেও তারা ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। গতকাল মঙ্গলবার সকালে হঠাৎ তারেক তাদের ঘরে প্রবেশ করে তাঁর বোনকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় আমরা জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করি। পুলিশ আমার বোনকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যায়। 

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে তারেক পলাতক। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার পর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে। 

এদিকে স্থানীয় সূত্র জানায়, তারেক দীর্ঘদিন ফলেস্বর এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। ক্ষমতাসীন হওয়ায় স্থানীয়রা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি। তারেক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলীর অনুসারী। সম্প্রতি তিনি ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত