কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হোসেন (৪৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি, বোরকা ও ক্যানভাস সু জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, ‘গত ৩০ এপ্রিল রাতে গৌরীপুর পশ্চিম বাজারসংলগ্ন মসজিদের সামনে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তারের তৎপরতা বৃদ্ধি করে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশপাশে থাকা সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বোরকা পরা তিনজনকে শনাক্ত করে এবং তাদের ঘটনাস্থলে প্রবেশ ও বাইরের রাস্তা নিশ্চিত করা হয়। পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ডে কয়েকটি দল ও উপদল অংশ নেয়।’
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল মান্নান আরও বলেন, ‘৬ মে রাতে আসামিদের ঘটনাস্থলে যাওয়ার আগে ও পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত একটি কালো গাড়ি জব্দ করা হয়। আটক করা হয় গাড়িচালক মো. সুমন হোসেনকে (২৭)। তিনি তিতাস উপজেলার পালপুর এলাকার সামছুল হকের ছেলে। তাঁর বাড়ি তল্লাশি করে এবং তাঁর দেওয়া তথ্য ধরে ঘটনার সময় বোরকা পরিহিত আসামিদের ব্যবহৃত দুই জোড়া ক্যানভাস সু এবং ঘটনার সময় সুমনের পরিহিত একটি ট্রাউজার জব্দ করা হয়। এ ছাড়া এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার মো. রবি (৩৩), মো. শাহ পরানকে (৩৪) ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে র্যাব তিতাস উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুল ইসলাম সোহেল শিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করে। আদালতে হাজির করে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া প্রমুখ।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যুবলীগ নেতা জামাল হোসেন (৪৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি, বোরকা ও ক্যানভাস সু জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল মান্নান বলেন, ‘গত ৩০ এপ্রিল রাতে গৌরীপুর পশ্চিম বাজারসংলগ্ন মসজিদের সামনে তিতাস উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তারের তৎপরতা বৃদ্ধি করে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আশপাশে থাকা সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বোরকা পরা তিনজনকে শনাক্ত করে এবং তাদের ঘটনাস্থলে প্রবেশ ও বাইরের রাস্তা নিশ্চিত করা হয়। পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ডে কয়েকটি দল ও উপদল অংশ নেয়।’
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল মান্নান আরও বলেন, ‘৬ মে রাতে আসামিদের ঘটনাস্থলে যাওয়ার আগে ও পালিয়ে যাওয়ার সময় ব্যবহৃত একটি কালো গাড়ি জব্দ করা হয়। আটক করা হয় গাড়িচালক মো. সুমন হোসেনকে (২৭)। তিনি তিতাস উপজেলার পালপুর এলাকার সামছুল হকের ছেলে। তাঁর বাড়ি তল্লাশি করে এবং তাঁর দেওয়া তথ্য ধরে ঘটনার সময় বোরকা পরিহিত আসামিদের ব্যবহৃত দুই জোড়া ক্যানভাস সু এবং ঘটনার সময় সুমনের পরিহিত একটি ট্রাউজার জব্দ করা হয়। এ ছাড়া এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার মো. রবি (৩৩), মো. শাহ পরানকে (৩৪) ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এর আগে র্যাব তিতাস উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুল ইসলাম সোহেল শিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করে। আদালতে হাজির করে তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া প্রমুখ।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫