কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
পেঁপে, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন ফল, কচুর ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় বিভিন্ন কারবারি, বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন। এবার মুড়ির মোয়ার ভেতর ১২ হাজার ইয়াবা পাচারের সময় এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
এ আগে রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রিয়তোষ মজুমদার (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। প্রিয়তোষ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের মানিক মজুমদারের ছেলে।
র্যাবের সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা অংশে চেকপোস্ট বসিয়ে ১২ হাজার ইয়াবাসহ প্রিয়তোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন তিনি।
র্যাব কর্মকর্তা নূরুল আবছার আরও বলেন, ‘প্রিয়তোষ বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করতেন। র্যাব সদস্যরা তাঁর ব্যাগ তল্লাশি করে প্রাথমিকভাবে কোনো মাদকদ্রব্য পাননি। পরবর্তীতে তাঁর ব্যাগের মধ্যে সংরক্ষিত তিন প্যাকেট মুড়ির মোয়ার ওজন দেখে সন্দেহ হয়। পরবর্তীতে একটি মোয়া ভেঙে দেখা যায় তার ভেতরে পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষ পদ্ধতিতে ইয়াবা সংরক্ষণ করে রাখা।’
প্রিয়তোষের কাছে রক্ষিত তিনটি মুড়ির মোয়ার প্যাকেটে মোট ২৭টি মোয়ার ভেতরে সর্বমোট ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পেঁপে, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন ফল, কচুর ভেতরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় বিভিন্ন কারবারি, বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন। এবার মুড়ির মোয়ার ভেতর ১২ হাজার ইয়াবা পাচারের সময় এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।
এ আগে রোববার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রিয়তোষ মজুমদার (৫০) নামের ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। প্রিয়তোষ আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইনের মানিক মজুমদারের ছেলে।
র্যাবের সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা অংশে চেকপোস্ট বসিয়ে ১২ হাজার ইয়াবাসহ প্রিয়তোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য কিনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন তিনি।
র্যাব কর্মকর্তা নূরুল আবছার আরও বলেন, ‘প্রিয়তোষ বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করতেন। র্যাব সদস্যরা তাঁর ব্যাগ তল্লাশি করে প্রাথমিকভাবে কোনো মাদকদ্রব্য পাননি। পরবর্তীতে তাঁর ব্যাগের মধ্যে সংরক্ষিত তিন প্যাকেট মুড়ির মোয়ার ওজন দেখে সন্দেহ হয়। পরবর্তীতে একটি মোয়া ভেঙে দেখা যায় তার ভেতরে পলিথিন ও স্কচটেপ দিয়ে বিশেষ পদ্ধতিতে ইয়াবা সংরক্ষণ করে রাখা।’
প্রিয়তোষের কাছে রক্ষিত তিনটি মুড়ির মোয়ার প্যাকেটে মোট ২৭টি মোয়ার ভেতরে সর্বমোট ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫