রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শিক্ষা অফিস।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতেয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ২(খ) অনুচ্ছেদ মোতাবেক তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। তিনি ১ নম্বর রামগড় ইউনিয়নে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার অন্য এক বান্ধবীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলেন। তিনি শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীকে প্রথম সারিতে এবং ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পেছনের সারিতে বসান। পরে ভুক্তভোগীকে নানাভাবে শারীরিকভাবে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিযুক্ত শিক্ষক তার হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি মাকে জানায়। এ ঘটনার কথা শুনে ভুক্তভোগীর মা স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। এবং গত শুক্রবার রামগড় থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত পলাতক শিক্ষক বেলায়েত হোসেনকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার রামগড় বাজারে সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ বিষয়ে রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আসামি গ্রেপ্তারের জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শিক্ষা অফিস।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতেয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধি ২(খ) অনুচ্ছেদ মোতাবেক তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। তিনি ১ নম্বর রামগড় ইউনিয়নে থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী এবং তার অন্য এক বান্ধবীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলেন। তিনি শ্রেণিকক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীকে প্রথম সারিতে এবং ভুক্তভোগী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পেছনের সারিতে বসান। পরে ভুক্তভোগীকে নানাভাবে শারীরিকভাবে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিযুক্ত শিক্ষক তার হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি মাকে জানায়। এ ঘটনার কথা শুনে ভুক্তভোগীর মা স্থানীয়দের বিষয়টি অবহিত করেন। এবং গত শুক্রবার রামগড় থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত পলাতক শিক্ষক বেলায়েত হোসেনকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার রামগড় বাজারে সচেতন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
এ বিষয়ে রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আসামি গ্রেপ্তারের জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে। খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫