Ajker Patrika

চবির বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা থাকছেন হলে, দাপিয়ে বেড়াচ্ছেন ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০: ০৫
চবির বহিষ্কৃত ছাত্রলীগ নেতারা থাকছেন হলে, দাপিয়ে বেড়াচ্ছেন ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় মাসের জন্য বহিষ্কার হওয়া দুই ছাত্রলীগ নেতা নিয়মিত হলে থাকছেন। এমনকি গতকাল বুধবার শাহ আমানত হলে তাঁদের ঘটা করে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মারধরের শিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদ। 

দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ এবং উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেন। 

ভুক্তভোগী দোস্ত মোহাম্মদ লিখেছেন, গত ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চবির স্টেশনের একটি চায়ের দোকানের সামনে চেয়ারে বসা নিয়ে আমাকে অন্যায়ভাবে বেধড়ক মারধর করে কতিপয় ছাত্রলীগ নামধারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক খালেদ মাসুদ, উপদপ্তর সম্পাদক আরাফাত হোসেনসহ তাঁদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন জড়িত ছিল। এ বিষয়ে উপাচার্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে ২২ জুন দোষীদের ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা করেনি। 

তিনি আরও জানান, দোষীরা বহিষ্কার হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ ও হলে অবস্থানসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়াচ্ছে। বহিষ্কৃতরা আমাকে দেখার পর উপহাসমূলক অঙ্গভঙ্গি করে থাকে। তাদের এমন আচরণে আমি খুবই শঙ্কিত। পাশাপাশি এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় আমি অনিরাপদ বোধ করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব এ রহমান বলেন, সাংবাদিক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কার করলেও অপরাধীরা হলে অবস্থান এবং ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অপরাধীরা বহিষ্কার হওয়ার পরও তাদের কোনো ধরনের অপরাধবোধ দেখা যায়নি ৷ আমরা শাস্তির বিষয়ে সন্তুষ্ট ছিলাম না। শাস্তি বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে বারবার বলে আসছিলাম। তারা বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা তার কোন লক্ষ্মণ দেখছি না। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। 

বহিষ্কৃতরা আবাসিক হলে থেকে জন্মদিনের কেক কাটার বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, বহিষ্কৃতরা হলে থাকলে আমরা ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত