Ajker Patrika

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকসহ ৩ জনকে কুপিয়ে জখম

প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকসহ ৩ জনকে কুপিয়ে জখম

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

আহত ব্যক্তিরা হলেন-প্রশান্ত সুভাস চন্দ, সুভাসের মা দেবী রানি চন্দ ও ছেলে প্রমীত প্রতাপ চন্দ। সুভাস পেশায় একজন সাংবাদিক। এ সময় সাংবাদিক সুভাসের বসত ঘরও ভাঙচুর করা হয়।

হাসপাতালে সুভাসের স্বজনরা জানান, আবদুল কাদের মির্জার কাছের লোক কেচ্চা রাসেলের নেতৃত্বে ২৫-৩০ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে সুভাসের বসত ঘরে হামলা চালায়। এ সময় তাঁরা সুভাসকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাঁর ছেলে ও মাকেও কুপিয়ে আহত করা হয়। সন্ত্রাসীরা তাঁর বসত ঘরেও হামলা চালায়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোম্পানীগঞ্জের বসুরহাট রূপালি চত্বরে আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত