সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে পাহাড়খেকো ইয়াছিন মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই সঙ্গে আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিরা হলেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জঙ্গল সলিমপুর আলীনগরের মো. শামছুল হকের ছেলে মো. ইয়াছিন (৫৫) ও মো. ফারুক (৪০), শাহ আলমের ছেলে মো. সজীব (৩৮), হোসেন আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫), আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) এবং মো. ফারুকের ছেলে আল আমীন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জঙ্গল সলিমপুর আলীনগরে আসামিরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই কয়েক লাখ ঘনফুট পাহাড় ও টিলার মাটি অবৈধভাবে কেটে অপসারণ করেছে। গত শুক্রবার সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বিচারে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ছয়টি ড্রামট্রাক, একটি ট্রাক ও তিনটি এক্সকাভেটর জব্দ করা হয়।
ওই সময় পাহাড় কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে গেলেও উপরিউক্ত ব্যক্তিদের নেতৃত্বে পাহাড় কাটা হচ্ছে বলে নিশ্চিত হওয়া যায়। ফলে আজ সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে, গত ১৫ জুলাই প্রশাসনের গাড়িবহরের সঙ্গে থাকা সলিমপুরের এক ইউপি সদস্যকে তুলে নিয়ে হামলা চালানোর মামলায় ইয়াছিনকে গতকাল সোমবার এক দিনের রিমান্ডে এনেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আলীনগরে পাহাড় কেটে উজাড় করায় পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করেছে। মামলার আসামিদের মধ্যে ইয়াছিনসহ পাঁচ আসামি আগেই ইউপি সদস্যের ওপর হামলা চালানোর মামলায় গ্রেপ্তার রয়েছেন। আরেক আসামি সজীব পলাতক আছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে পাহাড়খেকো ইয়াছিন মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই সঙ্গে আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিরা হলেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জঙ্গল সলিমপুর আলীনগরের মো. শামছুল হকের ছেলে মো. ইয়াছিন (৫৫) ও মো. ফারুক (৪০), শাহ আলমের ছেলে মো. সজীব (৩৮), হোসেন আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫), আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) এবং মো. ফারুকের ছেলে আল আমীন (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জঙ্গল সলিমপুর আলীনগরে আসামিরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই কয়েক লাখ ঘনফুট পাহাড় ও টিলার মাটি অবৈধভাবে কেটে অপসারণ করেছে। গত শুক্রবার সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বিচারে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ছয়টি ড্রামট্রাক, একটি ট্রাক ও তিনটি এক্সকাভেটর জব্দ করা হয়।
ওই সময় পাহাড় কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে গেলেও উপরিউক্ত ব্যক্তিদের নেতৃত্বে পাহাড় কাটা হচ্ছে বলে নিশ্চিত হওয়া যায়। ফলে আজ সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে, গত ১৫ জুলাই প্রশাসনের গাড়িবহরের সঙ্গে থাকা সলিমপুরের এক ইউপি সদস্যকে তুলে নিয়ে হামলা চালানোর মামলায় ইয়াছিনকে গতকাল সোমবার এক দিনের রিমান্ডে এনেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আলীনগরে পাহাড় কেটে উজাড় করায় পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করেছে। মামলার আসামিদের মধ্যে ইয়াছিনসহ পাঁচ আসামি আগেই ইউপি সদস্যের ওপর হামলা চালানোর মামলায় গ্রেপ্তার রয়েছেন। আরেক আসামি সজীব পলাতক আছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫