Ajker Patrika

পাহাড় কাটার অপরাধে ৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ০৩
পাহাড় কাটার অপরাধে ৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে পাহাড়খেকো ইয়াছিন মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই সঙ্গে আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

আসামিরা হলেন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জঙ্গল সলিমপুর আলীনগরের মো. শামছুল হকের ছেলে মো. ইয়াছিন (৫৫) ও মো. ফারুক (৪০), শাহ আলমের ছেলে মো. সজীব (৩৮), হোসেন আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫), আব্দুল মালেকের ছেলে শাহাজাহান (৪৫) এবং মো. ফারুকের ছেলে আল আমীন (৩৫)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জঙ্গল সলিমপুর আলীনগরে আসামিরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই কয়েক লাখ ঘনফুট পাহাড় ও টিলার মাটি অবৈধভাবে কেটে অপসারণ করেছে। গত শুক্রবার সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বিচারে পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ছয়টি ড্রামট্রাক, একটি ট্রাক ও তিনটি এক্সকাভেটর জব্দ করা হয়। 

ওই সময় পাহাড় কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে গেলেও উপরিউক্ত ব্যক্তিদের নেতৃত্বে পাহাড় কাটা হচ্ছে বলে নিশ্চিত হওয়া যায়। ফলে আজ সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। 

অপরদিকে, গত ১৫ জুলাই প্রশাসনের গাড়িবহরের সঙ্গে থাকা সলিমপুরের এক ইউপি সদস্যকে তুলে নিয়ে হামলা চালানোর মামলায় ইয়াছিনকে গতকাল সোমবার এক দিনের রিমান্ডে এনেছে পুলিশ। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আলীনগরে পাহাড় কেটে উজাড় করায় পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করেছে। মামলার আসামিদের মধ্যে ইয়াছিনসহ পাঁচ আসামি আগেই ইউপি সদস্যের ওপর হামলা চালানোর মামলায় গ্রেপ্তার রয়েছেন। আরেক আসামি সজীব পলাতক আছেন। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত