Ajker Patrika

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, নোয়াখালী
বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা–পুলিশ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি,২টি এলজি,২টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

বুধবার বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিক উল্যার ছেলে রাশেদ (২৫), একই গ্রামের আবু সায়েদের ছেলে আব্দুস সালাম (২৪), শাকিল (২২), সুজন (২১) ও সুলতানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাকিল (২৪)। 

আটককৃত অস্ত্রপুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী রাশেদ, শাকিল ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অস্ত্র তাঁদের দুই সহযোগী শাকিল এবং সুজনের কাছে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে বেগমগঞ্জের আলাইয়াপুরে অভিযান চালানো হয়। এ সময় শাকিল ও সুজনকে গ্রেপ্তার করে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা আলাইয়াপুরে কিশোর রাশেদ হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত পাঁচজন কুখ্যাত খুনি ও পেশাদার সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত