Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৭

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও ৭

ব্রাহ্মণবাড়িয়া: গত মার্চে হেফাজতের কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও সাত হেফাজতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করা হলো। আজ বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতার সময় ধারণকৃত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। হেফাজতের সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় এ পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জনের নামে ও অজ্ঞাত পরিচয়ে ৩০ থেকে ৩৫ হাজার লোককে আসামি করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত জেলায় ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়। এ সময় হামলাকারীরা সরকারি, বেসরকারিসহ অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত