Ajker Patrika

ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

চাঁদপুর প্রতিনিধি
ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যবসায়ী মো. সোলেমান বকাউলকে (৪০) কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরোরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।

আহত ব্যবসায়ী সোলেমান বকাউল সদর উপজেলা রাজারাজেশ্বর ইউনিয়নের বকাউল এলাকার বাসিন্দা। তিনি মৌসুমি বিভিন্ন পণ্যে ব্যবসা করেন। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

সোলেমান বকাউল বলেন, ‘ব্যবসার পাওনা টাকা নিতে দক্ষিণ বোরোরচর এলাকায় যাই। টাকা নিয়ে ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী শামীম ও বাহাদুরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপর হামলা চালান। এ সময় তাঁরা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।’

চাঁদপুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আসিবুল আহসান জানান, আহতের মাথায় হাতে, হাতে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। স্থানীয় ইউপি সদস্যদের কাছ থেকে খোঁজ নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত