Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজাদের ঘুষিতে ৪টি দাঁত হারালেন চাচা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজাদের ঘুষিতে ৪টি দাঁত হারালেন চাচা

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে মুখলেছুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে ঘুষি দিয়ে চারটি দাঁত ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

জানা যায়, জেলার সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের ইব্রাহিম মিয়ার দুই ছেলে মুখলেছুর রহমান ও মজনু মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মুখলেছ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিয়ে করে জেলা শহরে পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার বিকেলে মুখলেছ তাঁর বাড়িতে আসেন। জায়গা নিয়ে বিরোধের জেরে রাতে মজনু মিয়ার ছেলে ওবায়দুল ও ইমু মুখলেছকে মারধর করেন। সন্ধ্যায় তিনি জেলা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় আবার তাঁকে দুই ভাতিজা মারধর করেন। আহত অবস্থায় তিনি জেলা শহরের বাসায় আসেন।

রাতে তিনি ২৫০ হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে এক্স–রে করিয়ে আনতে পরামর্শ দেন। মুখলেছুর রহমান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স–রে করিয়ে রিপোর্ট নিয়ে হাসপাতালে ঢোকার সময় ভাতিজা ওবায়দুল, ইমু ও তাঁদের আত্মীয় সাহেদ মুখলেছকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারতে থাকেন। এ সময় ঘুষিতে তাঁর চারটি দাঁত পড়ে যায়। তিনি দৌড়ে হাসপাতালে ঢুকে আত্মরক্ষা করেন।

আহত মুখলেছুর রহমান বলেন, ‘আমার বাইপাস সার্জারি করা আছে। এ ছাড়া ডায়াবেটিসে আক্রান্ত। ভাবতে পারিনি ভাতিজারা আমাকে এভাবে মারধর করবে। আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 

২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাব্বির হোসাইন বলেন, ‘রাতে একজন বয়স্ক লোক আঘাতপ্রাপ্ত হয়ে জরুরি বিভাগে আসেন। তাঁকে বাইরে থেকে এক্স-রে করিয়ে রিপোর্ট দেখাতে পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি মুখ রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন। তিনি অভিযোগ করেন, তাঁকে মারধর করে দাঁত ফেলে দেওয়া হয়েছে। আমরা তাঁকে ডেন্টিস্টের কাছে রেফার করেছি।’ 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত