Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৫০০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৮: ৩৫
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৫০০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম খোকন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।
গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের আবু সাঈদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানখেতে হালচাষ করেন একই গ্রামের শাহ আলম। হালচাষের পাওনা ৫০০ টাকা বাকি রাখেন মলাই মিয়া। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শাহ আলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলছিল। 

বিষয়টি নিয়ে গতকাল শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয়পক্ষ বৈঠকে বসে। বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত