Ajker Patrika

চট্টগ্রামে ভারী বৃষ্টির সুযোগে নারীকে বাসে তুলে ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ জুন ২০২২, ১৭: ৩০
চট্টগ্রামে ভারী বৃষ্টির সুযোগে নারীকে বাসে তুলে ধর্ষণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ভারী বৃষ্টির সুযোগ নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে বাসে তুলে এক নারীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার বেলা পৌনে ১টার দিকে বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়ে রেলবিটসংলগ্ন রাস্তায় পার্কিং করা একটি বাসে ওই নারীকে ধর্ষণ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই বাসের চালক বাঁশখালী বানিগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে নুরুল আলম (৩০), চালকের সহকারী ভুজপুর থানা নতুনপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে রবিউল (২৩) ও একই থানার নারায়ণহাট ইউনিয়নের আবুল কালামের ছেলে মো. শাহজাহান (২২)। 

এ ঘটনায় রাজু (২৬) নামে আরও একজন আসামি পলাতক। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা। 

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ জুন ভুক্তভোগী নারী বায়েজিদ ছিন্নমূলে তাঁর চাচার বাসায় গিয়েছিলেন। পরদিন রোববার দুপুরে ছিন্নমূল থেকে রিকশাযোগে অক্সিজেন মোড়ে পৌঁছান। ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। ওই নারী অক্সিজেন রেলবিটের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেন। এ সময় সেখানে পার্ক করে রাখা একটি বাসে নুরুল আলম, রবিউল, রাজু ও শাহাজাহান নারীকে দেখে কোথায় যাবেন জিজ্ঞেস করেন। ওই নারী কোর্ট বিল্ডিং যাওয়ার কথা বলেন। বাসটি কোর্ট বিল্ডিং যাবে বলে ওই নারীকে বাসে তোলেন তাঁরা। এরপর বাসের গেট বন্ধ করে ওই নারীকে ধর্ষণ করা হয়।’ 

ওসি বলেন, ‘বৃষ্টি জোরে পড়ার কারণে কেউ বিষয়টি বুঝতে পারেনি। বৃষ্টি থেমে গেলে ওই নারীর চিৎকারের শব্দ বাইরে যাওয়ার ভয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী নারী তাৎক্ষণিক অক্সিজেন পুলিশ বক্সে এসে ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানান। পরে ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের ঘটনায় ব্যবহৃত বাসটি (চট্ট মেট্রো-জ-১১-০১৬৯) জব্দ করার পাশাপাশি শাহজাহানকে আটক করে।’ 

সেদিনই রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে নুরুল আলমকে ও ফটিকছড়ি থেকে রবিউলকে আটক করে। 

এই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে চারজনের নামে বায়েজিদ থানায় একটি মামলা করেছেন। 

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী তাঁর স্বামীর সঙ্গে ডবলমুরিং এলাকায় থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত