Ajker Patrika

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২১: ০৫
ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার ও মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আরাকান জেলার আকিয়াব থানার অনডাং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, স্যাং টোয়েংয়ের ছেলে মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা ও মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াত মুদ্রাসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় কোস্ট গার্ডের কর্মকর্তা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। 

মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার রায় দেওয়া হয়। দণ্ডিত আসামিদের থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত