Ajker Patrika

মানিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ২২: ২৫
মানিকছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনু মিয়ার (৫৫) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃদ্ধ আনু মিয়া বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী এক কন্যাশিশুকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। তখন শিশুটির মা-বাবা বিষয়টি ইউপি সদস্য মো. মহরম আলীকে জানান। ইউপি সদস্য বিষয়টি কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসক থেকে ব্যথার ওষুধ নিয়ে বাড়ি ফিরে যেতে পরামর্শ দেন। 

পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকেরা শিশুটির গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত পেয়ে তাকে জেলা হাসপাতালে পাঠান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, শিশুর গোপনাঙ্গে ক্ষতচিহ্নের আলামত থাকায় তাঁকে জেলা সদরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 
 
এরপর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড করে। মামলার পর পুলিশি নিরাপত্তায় রাতে শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া মামলা রেকর্ড শেষে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আনু মিয়াকে আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত