নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বাবাকে খুনের পর লাশ টুকরো টুকরো করার ঘটনায় তাঁর পলাতক ছোট ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বাবার খণ্ডিত মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে তারা।
ঘটনার পর থেকে পরিচয় গোপণ করে তিনি ঢাকায় একটি কারখানায় কাজ নিয়েছিলেন। আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খান।
গতকাল শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগের একটি ট্যানারি কারখানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম সফিকুর রহমান জাহাঙ্গীর (৩০)।
পিবিআই বলছে, খুনের পর পালিয়ে ঢাকায় একটি কারখানায় পরিচয় গোপন রেখে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। গ্রেপ্তার এড়াতে তিনি কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেন না।
পিবিআই কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে গ্রেপ্তার জাহাঙ্গীরকে চট্টগ্রামে আনা হয়। এরপর তাঁকে নিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তাঁর বাবার কাটা মাথার সন্ধান করছে পিবিআই।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীর হাজারীবাগে একটি ট্যানারিতে সুমন নাম উল্লেখ করে চাকরি নেয়। পুলিশ যাতে কোনোভাবে তাকে শনাক্ত করতে না পারে, সে জন্য ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দূরে রেখেছিল। পরে আমরা ঢাকা পিবিআইয়ের সহযোগিতায় টানা ৩৬ ঘণ্টা ধরে ঢাকার বিভিন্ন এলাকায় তাকে শনাক্ত করতে অভিযান চালিয়েছি।’
ইলিয়াস খান আরও বলেন, ‘একপর্যায়ে আমরা হাজারীবাগের ট্যানারিতে তার অবস্থানের বিষয়ে নিশ্চিত হই। গ্রেপ্তারের সময় জাহাঙ্গীর নিজেকে সুমন এবং বাড়ি মীরসরাই উপজেলায় বলে পরিচয় দেয়। কিন্তু আমাদের কাছে তার ছবি আছে। ছবি, এনআইডি দেখানোর পর নিজেকে আর আড়াল করতে পারেনি জাহাঙ্গীর।’
এর আগে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেটে একটি খালের পারে পাওয়া ট্রলিব্যাগের ভেতর অজ্ঞাতনামা ব্যক্তির হাত, পাসহ শরীরের খণ্ডিত আটটি অংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এই মামলাটি পিবিআই ছায়া তদন্ত চালিয়ে উদ্ঘাটন করেন নিহত ব্যক্তি চট্টগ্রামে বাঁশখালী উপজেলার কাতারিয়া ইউনিয়নের গ্রামের বাসিন্দা মো. হাসান (৬১)। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম, বড় ছেলে মোস্তাফিজুর রহমান ও জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে গ্রেপ্তার করে। পলাতক ছিলেন নিহতের ছোট ছেলে জাহাঙ্গীর। এঁদের মধ্যে মোস্তাফিজুর ও আনারকলি হত্যায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
নিহতের বড় ছেলে মোস্তাফিজুর আদালতে জানান, তাঁর বাবা ২৮ বছর ধরে নিরুদ্দেশ ছিলেন। দেড় বছর আগে বাড়িতে ফিরে এসে তিনি তাঁর সম্পত্তি বিক্রির পাঁয়তারা করেন। এতে তাঁরা বাধা দেন। কিন্তু কথা না শোনায়, পরে দুই ভাই মিলে তাঁকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বস্তা, লাগেজ ও স্কুল ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেন।
চট্টগ্রামে বাবাকে খুনের পর লাশ টুকরো টুকরো করার ঘটনায় তাঁর পলাতক ছোট ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বাবার খণ্ডিত মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে তারা।
ঘটনার পর থেকে পরিচয় গোপণ করে তিনি ঢাকায় একটি কারখানায় কাজ নিয়েছিলেন। আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের পরিদর্শক মো. ইলিয়াস খান।
গতকাল শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগের একটি ট্যানারি কারখানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম সফিকুর রহমান জাহাঙ্গীর (৩০)।
পিবিআই বলছে, খুনের পর পালিয়ে ঢাকায় একটি কারখানায় পরিচয় গোপন রেখে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। গ্রেপ্তার এড়াতে তিনি কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করতেন না।
পিবিআই কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে গ্রেপ্তার জাহাঙ্গীরকে চট্টগ্রামে আনা হয়। এরপর তাঁকে নিয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তাঁর বাবার কাটা মাথার সন্ধান করছে পিবিআই।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীর হাজারীবাগে একটি ট্যানারিতে সুমন নাম উল্লেখ করে চাকরি নেয়। পুলিশ যাতে কোনোভাবে তাকে শনাক্ত করতে না পারে, সে জন্য ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে দূরে রেখেছিল। পরে আমরা ঢাকা পিবিআইয়ের সহযোগিতায় টানা ৩৬ ঘণ্টা ধরে ঢাকার বিভিন্ন এলাকায় তাকে শনাক্ত করতে অভিযান চালিয়েছি।’
ইলিয়াস খান আরও বলেন, ‘একপর্যায়ে আমরা হাজারীবাগের ট্যানারিতে তার অবস্থানের বিষয়ে নিশ্চিত হই। গ্রেপ্তারের সময় জাহাঙ্গীর নিজেকে সুমন এবং বাড়ি মীরসরাই উপজেলায় বলে পরিচয় দেয়। কিন্তু আমাদের কাছে তার ছবি আছে। ছবি, এনআইডি দেখানোর পর নিজেকে আর আড়াল করতে পারেনি জাহাঙ্গীর।’
এর আগে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেটে একটি খালের পারে পাওয়া ট্রলিব্যাগের ভেতর অজ্ঞাতনামা ব্যক্তির হাত, পাসহ শরীরের খণ্ডিত আটটি অংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
এই মামলাটি পিবিআই ছায়া তদন্ত চালিয়ে উদ্ঘাটন করেন নিহত ব্যক্তি চট্টগ্রামে বাঁশখালী উপজেলার কাতারিয়া ইউনিয়নের গ্রামের বাসিন্দা মো. হাসান (৬১)। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম, বড় ছেলে মোস্তাফিজুর রহমান ও জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে গ্রেপ্তার করে। পলাতক ছিলেন নিহতের ছোট ছেলে জাহাঙ্গীর। এঁদের মধ্যে মোস্তাফিজুর ও আনারকলি হত্যায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
নিহতের বড় ছেলে মোস্তাফিজুর আদালতে জানান, তাঁর বাবা ২৮ বছর ধরে নিরুদ্দেশ ছিলেন। দেড় বছর আগে বাড়িতে ফিরে এসে তিনি তাঁর সম্পত্তি বিক্রির পাঁয়তারা করেন। এতে তাঁরা বাধা দেন। কিন্তু কথা না শোনায়, পরে দুই ভাই মিলে তাঁকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বস্তা, লাগেজ ও স্কুল ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলে দেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৯ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫