Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় এবার রামদা দিয়ে লাঠিখেলা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০২: ৪৩
ব্রাহ্মণবাড়িয়ায় এবার রামদা দিয়ে লাঠিখেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ দেশীয় অস্ত্র রামদা দিয়ে লাঠিখেলার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলায় রামদার ব্যবহার দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। তবে খেলার পরিচালক বলছেন সেগুলো আসল রামদা ছিল না। 

লাঠিখেলার ছবিতে দেখা যাচ্ছে সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা দুই ব্যক্তি রামদা দিয়ে ‘কোপাকুপি’ করছেন। দর্শকেরা ভয়ে সিঁটিয়ে আছেন। চোখেমুখে উত্তেজনা ও আতঙ্ক নিয়ে অপলক তাকিয়ে আছেন তাঁরা। প্রচুর দর্শক দেখা যাচ্ছে, সবাই নিশ্চুপ। 

খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার বিকেলে উপজেলার তেরকান্দা নুরুল ইসলামের বাড়িতে এ লাঠিখেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ১৫টি দল অংশ নেয়। কয়েকশ দর্শক খেলাটি উপভোগ করেন। 

স্থানীয় বাসিন্দাদের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম খন্দকার। 

লাঠিখেলার পরিচালক হান্নান মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি রামদা দিয়ে লাঠিখেলার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘এটা অরিজিনাল রামদা নয়। আমরা হালকা পাতলা করে খেলার জন্য বানিয়েছি। কোপ পড়লেও কিছু হবে না।’ 

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হয়। লাঠিখেলায় দেশীয় কোনো অস্ত্র ব্যবহার করা যায় কি না এমন প্রশ্ন করে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া হলে ইউএনও বলেন, ‘আমি ট্রেনিংয়ে ভারতে আছি। ফিরেই বিষয়টা দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত