Ajker Patrika

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, চটপটি বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ, চটপটি বিক্রেতা গ্রেপ্তার

ফুচকা দেওয়ার কথা বলে চট্টগ্রামে আট বছর বয়সী শিশুকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক চটপটি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বন্দরের কলসি দিঘির পাড়ের পকেট গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আজ সোমবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। 

অভিযুক্ত ব্যক্তির নাম মিরাজ খলিফা (৩৩)। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা এবং নগরীর মহসীন কলোনিতে ভাড়া বাসায় থাকেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ভুক্তভোগী শিশুর মা একজন গৃহিণী। তাঁর বাবা ঢাকায় থাকেন। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। গতকাল রোববার বেলা ৩টায় সে বালতি আনতে বাসার ছাদে যাওয়ার সময় মিরাজ খলিফা তাকে ফুচকা দেওয়ার কথা বলে বাসার ভেতরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর রুমের দরজা ভেতর থেকে আটকে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না বলার জন্য তাঁকে ভয়ও দেখানো হয়। 

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, দীর্ঘ সময় ছাদ থেকে বালতি না আনায় তার মা খুঁজতে গেলে আসামির বাসার জানালার সান সিটের নিচে তার মেয়েকে কাঁপতে দেখেন। পরে শিশুটি তাঁর মাকে সব জানায়। এ সময় ওই নারী কলোনির ইনচার্জ ও আশপাশের ভাড়াটিয়াদের বিষয়টি জানালে অভিযুক্তকে আটক করে তারা পুলিশের হাতে তুলে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত