নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কামাল নামে এক মাদক ব্যবসায়ীর বিষয়ে পুলিশকে ফোন করায় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনার পর মুক্তার হোসেনের ছোট ভাই উজ্জ্বল হোসেনকে (২৬) অপহরণ করা হয়। গত রোববার থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন উজ্জ্বল হোসেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই মাদক ব্যবসায়ী কামাল বাড়ি থেকে পালিয়ে যান। পরে ঘরের সামনে সিঁড়িতে প্লাস্টিকের বস্তায় মোড়ানো প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরের দিন সোমবার রাতে উপজেলার চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তবে মাদক উদ্ধারের সময় দেশীয় অস্ত্র ৮টি রাম দা ও চারটি ফলা উদ্ধার করা হলেও মামলায় তা নথিভুক্ত করা হয়নি।
স্থানীয় ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মুক্তার হোসেন রোববার বিকেলে ৯৯৯ ফোন করে কান্দি গ্রামে মাদক বিক্রির বিষয়টি পুলিশকে জানান। ফোন করার ৩ ঘণ্টা পর পুলিশ এসে প্রায় পাঁচ কেজি গাঁজাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেন। এরপর ওই দিন রাতেই তথ্য প্রদানকারী মুক্তার হোসেনের ছোট ভাই উজ্জ্বল হোসেনকে (২৬) অপহরণ করে পালিয়ে যান মাদক ব্যবসায়ী কামাল।
এ বিষয়ে অপহরণের শিকার উজ্জ্বলের বড় ভাই মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘কামাল দীর্ঘদিন ধরে ভলাকুট ইউনিয়নে মাদক ব্যবসা করে আসছে। আমি বাধা দেওয়ায় আমাকের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘গত রোববার পুলিশকে ফোন করায় এ দিনই বিকেলে কামাল আমার ছোট ভাইকে অপহরণ করে নিয়ে যায়। তার সঙ্গে জড়িত ব্যক্তিরা আমার মাকে বারবার ফোন করে হুমকি দিচ্ছে যাতে থানা থেকে মামলা উঠিয়ে নেওয়া হয় নতুবা আমার ভাইয়ের ক্ষতি করা হবে। তবে এ ব্যাপারে নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে প্রতিকার চাইতে গেলে তিনি আমায় গালমন্দ করে থানা থেকে বের করে দেন।’
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করেন ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, মাদক উদ্ধারের সময় কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মামলায় উল্লেখ নেই। মাদক এবং অস্ত্র উদ্ধার দুটি ভিন্ন বিষয়। তবে মাদক মামলায় অস্ত্র উদ্ধারের কথা উল্লেখ থাকে না বলে দাবি করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কামাল নামে এক মাদক ব্যবসায়ীর বিষয়ে পুলিশকে ফোন করায় মুক্তার হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনার পর মুক্তার হোসেনের ছোট ভাই উজ্জ্বল হোসেনকে (২৬) অপহরণ করা হয়। গত রোববার থেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন উজ্জ্বল হোসেন। আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা বলেন মুক্তার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই মাদক ব্যবসায়ী কামাল বাড়ি থেকে পালিয়ে যান। পরে ঘরের সামনে সিঁড়িতে প্লাস্টিকের বস্তায় মোড়ানো প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরের দিন সোমবার রাতে উপজেলার চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বাদী হয়ে কামাল হোসেনকে আসামি করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তবে মাদক উদ্ধারের সময় দেশীয় অস্ত্র ৮টি রাম দা ও চারটি ফলা উদ্ধার করা হলেও মামলায় তা নথিভুক্ত করা হয়নি।
স্থানীয় ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় মুক্তার হোসেন রোববার বিকেলে ৯৯৯ ফোন করে কান্দি গ্রামে মাদক বিক্রির বিষয়টি পুলিশকে জানান। ফোন করার ৩ ঘণ্টা পর পুলিশ এসে প্রায় পাঁচ কেজি গাঁজাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেন। এরপর ওই দিন রাতেই তথ্য প্রদানকারী মুক্তার হোসেনের ছোট ভাই উজ্জ্বল হোসেনকে (২৬) অপহরণ করে পালিয়ে যান মাদক ব্যবসায়ী কামাল।
এ বিষয়ে অপহরণের শিকার উজ্জ্বলের বড় ভাই মুক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘কামাল দীর্ঘদিন ধরে ভলাকুট ইউনিয়নে মাদক ব্যবসা করে আসছে। আমি বাধা দেওয়ায় আমাকের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘গত রোববার পুলিশকে ফোন করায় এ দিনই বিকেলে কামাল আমার ছোট ভাইকে অপহরণ করে নিয়ে যায়। তার সঙ্গে জড়িত ব্যক্তিরা আমার মাকে বারবার ফোন করে হুমকি দিচ্ছে যাতে থানা থেকে মামলা উঠিয়ে নেওয়া হয় নতুবা আমার ভাইয়ের ক্ষতি করা হবে। তবে এ ব্যাপারে নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে প্রতিকার চাইতে গেলে তিনি আমায় গালমন্দ করে থানা থেকে বের করে দেন।’
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করেন ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, মাদক উদ্ধারের সময় কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মামলায় উল্লেখ নেই। মাদক এবং অস্ত্র উদ্ধার দুটি ভিন্ন বিষয়। তবে মাদক মামলায় অস্ত্র উদ্ধারের কথা উল্লেখ থাকে না বলে দাবি করেন তিনি।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫