Ajker Patrika

চবির প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৫: ৪৮
চবির প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দফায় দফায় মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে প্রকৌশল দপ্তর।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, নিরাপত্তা দপ্তর ও কাটা পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রাজু মুন্সি। তিনি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা। তাঁর বিরুদ্ধে আগেও এক শিক্ষককে মারধর করার হুমকির অভিযোগ ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু মুন্সি সকালে আমার অফিসে এসে এক প্রহরীকে বলেন, আমি যেন তাঁর জন্য ১০ হাজার টাকা রেডি রাখি। এ সময় আমি তাঁর কাছে গেলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমাকে বলেন, আমি এখনো এখানে কেন আছি? একপর্যায়ে তিনি আমাকে ধাক্কা দেন। পরে আমি প্রশাসনিক ভবনে গেলে তিনি আমাকে সেখানেও কয়েকবার ধাক্কা দেন। বিষয়টি উপাচার্যকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে চবি কর্মকর্তা সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘কাটা পাহাড় এলাকায় রাজু মুন্সি নামের এক ব্যক্তি প্রধান প্রকৌশলীকে মারধর করেছেন বলে আমাদের লিখিতভাবে জানিয়েছেন। নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন একই ব্যক্তি তাঁকেও মারধর করেছেন। আমরা সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ডেকে করণীয় নির্ধারণ করব।’

রশীদুল হায়দার জাবেদ আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে প্রকৌশল দপ্তর ক্যাম্পাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হলেও রাজু মুন্সিকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত