Ajker Patrika

দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২১: ৩৬
দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা

দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক কর্মী অমর জীবনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকায় শ্বশুর বিজয় চাকমার বাড়ি থেকে মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসীরা অমর জীবন চাকমাকে ডেকে নিয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে দীঘিনালা বানছড়া নোয়াপাড়ায় নির্জন মাঠে ব্রিজের পাশ থেকে অমর জীবন চাকমার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

জানা যায়, উপজেলার মৃত সুরেশ চাকমার ছেলে অমর জীবন চাকমা দুই বছর আগে দল ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসেন। কবাখালী ইউনিয়নের হাজাছড়া এলাকার বিজয় চন্দ্র চাকমার মেয়েকে বিয়ে করেন তিনি। শ্বশুরবাড়িতে থেকে অমর ও তাঁর স্ত্রী উপজেলার হাট-বাজারে বিভিন্ন সবজি বিক্রি করতেন।

নিহত অমর জীবনের স্ত্রী করুণা চাকমা বলেন, `শুক্রবার মধ্যরাতে (২টা থেকে ৩টা) অজ্ঞাত মুখোশ পরা কয়েকজন আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। সকালে শুনতে পাই আমার স্বামীর মরদেহ পাওয়া গেছে। তাঁর ‍বুকে ও মাথার নিচে ঘাড়ের দিকে কোপানো হয়েছে।'

দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে দীঘিনালা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত