Ajker Patrika

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৮
লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আকবার হোসেন হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ে তিনজনকে খালাস দেওয়া হয়। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রায়পুরের চরবংশীর জসিম উদ্দিন, সফিকুর রহমান, রুবেল হোসেন, নুর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল হোসেন, মোকতার হোসেন ও রাহেলা বেগম। 

খালাসপ্রাপ্তরা হলেন ওসমান কবিরাজ, মোশারেফ হোসেন ও সুমাইয়া বেগম। সবার বাড়ি একই এলাকায়। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশীর আশ্বাদ উল্যাহ ক্বারির বাড়ির সামনে জমি নিয়ে বিরোধের জেরে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে কৃষক আকবর হোসেনকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় একই রাতে রায়পুর থানায় ১০ জনকে আসামি করে নিহতের ছেলে তৌহিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১ এপ্রিল ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন। 

এদিকে, মামলার বাদী ও নিহতের ছেলে তৌহিরুল ইসলাম ও ইছমাইল হোসেন এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান। এ ছাড়া অন্য খালাসপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তাঁরা। এই আসামিদের মধ্যে মোশারেফ হোসেন, ওসমান কবিরাজ ও নুর মিয়া ব্যাপারীর নেতৃত্বে ১৯৯২ সালে রফিকুল ইসলামকে জবাই করে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন। তখন মামলা করলেও ন্যায় বিচার পাননি তাঁরা। 

আসামির আইনজীবী মো. মুনছুর জিলানী নোমান বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে দণ্ডিত আসামিরা কোনোভাবে জড়িত নন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন। এ রায় সন্তোষজনক নয়। 

জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষক আকবার হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

মো. জসীম উদ্দীন আরও বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত