Ajker Patrika

মাছ ধরা নিয়ে যুবককে হত্যা, ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫১
মাছ ধরা নিয়ে যুবককে হত্যা, ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে মাছ ধরতে বাধা দেওয়ায় এক যুবককে খুনের মামলায় আসামি তিন ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম অতিরিক্ত দায়রা জজ ও সপ্তম আদালতের বিচারক আ স ম শহিদুল্লাহ কায়সার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আখতার কবির চৌধুরী। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের শিলাইগড়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে হারুন রশিদ (৪০), জাহেদ হোসেন (৩২) ও আনোয়ার হোসেন (৩২)। অন্যদিকে নিহত মো. সাহেদ (২৩) একই গ্রামের মৃত আবু জাফরের ছেলে। 

আইনজীবী আখতার কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন। তিন আসামির মধ্যে হারুন রশিদ খুনের ঘটনার পর থেকেই পলাতক। বাকি দুই আসামি আদালতে রায়ের সময় উপস্থিত ছিলেন।’ 
 
মামলা ও আদালতের বিবরণীতে জানা গেছে, ২০১৩ সালের ১ জুলাই ভোরে আসামি জাহেদ হোসেন ভাসা জাল বসিয়ে সাহেদের চাষ করা পুকুরে মাছ ধরতে যায়। বিষয়টি নজরে আসার পর তাতে বাধা দেন সাহেদ। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আসামি জাহেদ ফোনে তাঁর ভাই হারুনুর রশিদ ও আনোয়ারকে জানালে তাঁরা দা, কিরিচ ও লোহার রড নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাহেদকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। 

এ সময় পরিবারের লোকজন সাহেদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. ইউনুছ বাদী হয়ে অভিযুক্ত তিন ভাইকে আসামি করে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ২৩ জুলাই এই মামলার এজাহারে অভিযুক্ত তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত