Ajker Patrika

কিশোরের কাঠের আঘাতে দিনমজুরের মৃত্যু

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৮: ০০
কিশোরের কাঠের আঘাতে দিনমজুরের মৃত্যু

নোয়াখালী চাটখিল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে কিশোরের (১৭) কাঠের আঘাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাসার (৪০) ওই ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মনসুর আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টায় নিজ গ্রামের মোসারফ মডেল হাইস্কুল মাঠে আবুল বাসার ও তাঁর বড় ভাই ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় একই বাড়ির ফয়েজ আহমেদের ছেলে রেদোয়ান রাফির নেতৃত্বে একটি কিশোর গ্যাং এসে শক্ত কাঠ দিয়ে আবুল বাসারের মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ইতি বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আবুল বাসারের মৃত্যু হয়েছে। 

নিহতের ভাতিজা মো. শামীম অভিযোগ করে বলেন, দুই দিন আগেই ফয়েজ আহমেদের সঙ্গে চাচার জমি নিয়ে ঝগড়া হয়। চাচা ফয়েজ আহমেদকে চড় মারে, সেই চড়েই সূত্রে আজকে তাঁর ছেলে রেদোয়ান রাফি ঘটনাটি ঘটিয়েছে। 

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত