প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আটককৃত পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এর আগে এ ঘটনায় আটক করা হয় বালুবোঝাই ট্রলারের মাঝিসহ পাঁচজনকে। আটককৃতরা হলেন বালুবোঝাই ট্রলারের মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩), একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় জড়িত পাঁচজনসহ বাল্কহেড (ইঞ্জিনচালিত বালুর নৌকা) জব্দ করা হয়েছে। এ ঘটনায় চম্পকনগরের সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় দুই সহযোগীসহ মাঝি আটক
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আটককৃত পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এর আগে এ ঘটনায় আটক করা হয় বালুবোঝাই ট্রলারের মাঝিসহ পাঁচজনকে। আটককৃতরা হলেন বালুবোঝাই ট্রলারের মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩), একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় জড়িত পাঁচজনসহ বাল্কহেড (ইঞ্জিনচালিত বালুর নৌকা) জব্দ করা হয়েছে। এ ঘটনায় চম্পকনগরের সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় দুই সহযোগীসহ মাঝি আটক
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৫ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৯ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২০ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫