Ajker Patrika

মাকে গুলি করে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১২: ৫৭
মাকে গুলি করে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানকারী দল। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, আজ র‍্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানকারী দল অভিযুক্ত মাঈনুকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি অস্ত্র জব্দ করা হয়েছে। 
 
এ বিষয়ে র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, অভিযুক্ত মাঈনুকে কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা দুপুর ১টার সময় চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব-৭-এর সংবাদ সম্মেলনে জানানো হবে। 

উল্লেখ্য, আসামির বাবা সামশুল আলম মাস্টার মারা যাওয়ার পর থেকে সম্পত্তি ও ব্যাংকে জমাকৃত টাকা নিয়ে মা জেসমিন আকতার, ছেলে মাঈনুদ্দীন মো. মাঈনু ও বোন শায়লা শারমিন নিপার মধ্যে ঝামেলা শুরু হয়। অন্যদিকে মাঈনু দুই মাস আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ নিয়েও মা ও বোনের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে গত মঙ্গলবার মাকে গুলি করে পালিয়ে যান তিনি। গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আকতারকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত