Ajker Patrika

প্রবাসীর স্ত্রীকে অচেতন করে আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীকে অচেতন করে আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩২) অচেতন করে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। 

আজ সোমবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার কড়িহাটি গ্রামের মোতাহের হোসেন স্বপন (৩৮) ও একই গ্রামের মিজানুর রহমান টিপু (২৯)। 

থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট দুই আসামিরা কৌশলে গৃহবধূর রান্না ঘরে থাকা দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। প্রতিদিনের ন্যায় গৃহবধূ তার সন্তানদের নিয়া রাতের খাবার দাওয়ার শেষে রান্না ঘর থেকে দুধ পান করে তার ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে আসামিরা গৃহবধূর কক্ষে ঢুকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এ সময় টের পেলে স্বপন গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে দুই আসামি পালিয়ে যান। 

পরবর্তীতে ওই গৃহবধূর মোবাইলে আসামি টিপু মোবাইলে আপত্তিকর ছবি পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ছবি ও ভিডিও গৃহবধূর প্রবাসী স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া অনৈতিক প্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দেন তাঁরা। 

এ বিষয়ে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে গতকাল রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ