Ajker Patrika

মুলাদীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২০
মুলাদীতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বরিশালের মুলাদীতে বান্ধবীর গায়েহলুদ অনুষ্ঠান থেকে ফেরার পথে আলী হোসেন মীর (২১) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল লোক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন চরপদ্মা গ্রামের বাবুল মীরের ছেলে। তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের বাবা বাবুল মীর বলেন, ‘কয়েক দিন আগে আমার ছেলে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেলে বন্ধু এনায়েত হোসেনের সঙ্গে একই গ্রামের তাঁর বান্ধবীর গায়েহলুদের অনুষ্ঠানে যায়। রাতে ফেরার পথে একদল লোক তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।’

আলী হোসেনের বন্ধু এনায়েত হোসেন বলেন, ‘গায়েহলুদ অনুষ্ঠান শেষে আলী হোসেন কিছুটা এগিয়ে দিতে বলে। কিছু দূর এগিয়ে দেওয়ার পর সে একাই যেতে পারবে বলে জানায়। সাড়ে ১১টার দিকে আলী হোসেন বাড়ি পৌঁছেছে কি না জানার জন্য ফোন দিই। এ সময় সে বলেছিলে, বন্ধু আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে।’

এনায়েত হোসেন আরও বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিক আলী হোসেনের পরিবার ও অন্য বন্ধুদের জানিয়ে তাকে রক্ষার জন্য বেরিয়ে পড়ি। পরে চরপদ্মা গ্রামের মেলকার বাড়ির আলোট পাড়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় ও হাতে কোপানোর চিহ্ন এবং শরীরের বিভিন্ন স্থানে পেটানোর দাগ দেখা গেছে। এ সময় উদ্ধার করে রাতেই পাশের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে মরদেহ শরীয়তপুর জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল জানান, নিহতের পরিবারের লিখিত পাওয়ার পরে মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত