Ajker Patrika

স্বামীর পরকীয়া ঠেকাতে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২০: ০৭
স্বামীর পরকীয়া ঠেকাতে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

বরিশালের মুলাদিতে বঁটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে গৃহবধূ রানী বেগমের বিরুদ্ধে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার পৌরসভার তেরচর গ্রামের আল-আমিন চৌকিদারের স্ত্রী ধারালো বঁটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। আহত আল-আমিনকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে রানী বেগম তাঁর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে আল-আমিন চৌকিদারের পরকীয়া প্রেমের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল। গতকাল দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আল-আমিনের স্ত্রী রান্নাঘর থেকে বঁটি নিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। 
 
রানী বেগম বলেন, আল-আমিন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হওয়ায় এই কাজ করেছেন তিনি।

মুলাদী হাসপাতালের চিকিৎসক কাজী মঈনুল হোসেন বলেন, আহত ব্যক্তির অঙ্গ সেলাই দিয়ে জোড়া লাগানোর চেষ্টা চলছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে, ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আহত ব্যক্তির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত