Ajker Patrika

কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেণুসহ গ্রেপ্তার ৪ 

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেণুসহ গ্রেপ্তার ৪ 

পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেণুসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন নিজামপুর কোস্টগার্ড। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাঁদের সবার বাড়ি মহিপুর থানার বিভিন্ন গ্রামে। 

অভিযানের পর জব্দকৃত চিংড়ি রেণু শিবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৪ জনের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।   

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, চিংড়ি পোনা আহরণ এবং বিপণন করায় উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চিংড়ি রেণুর ব্যবসা করে আসছে। পরবর্তীতে অবৈধ চিংড়ি রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত