Ajker Patrika

ঝালকাঠিতে হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

ঝালকাঠিতে হত্যা মামলায় দ্বিতীয় আসামি ও সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার উজ্জ্বল হোসেনক খানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আজ রোববার দুপুর ১টায় আসামি উজ্জ্বল ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে উজ্জ্বলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 

আদালত সূত্রে জানা জানায়, গত ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি রনমতী বাজারে ঘটেছিল। রাতেই আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

পরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি মেম্বার নজরুল ইসলাম এবং উজ্জ্বল হোসেন জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন। 

এ মামলার আরেক আসামি আকবর হোসেন জেল হাজতে থাকলেও ১ নম্বর আসামি ইউপি সদস্য নজরুল ইসলাম উচ্চ আদালতের জামিনে ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত