কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।
হাসিবের মা নিরু বেগম বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাসিবের। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিবকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে সন্ত্রাসীরা।
নিরু বেগম আরও বলেন, খবর পেয়ে তার বাবা ইউনুস বয়াতি গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সকালে ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মল্লিক বলেন, হাসিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার বলেন, কয়েক দিন আগে স্থানীয় সাবেক মেম্বার মহারাজের ওপর হামলা করার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘এই ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের তালিকা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। সামনেই ইউপি নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তবে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এই অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউপি সদস্য মামুন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। ওই মামলায় বর্তমানে জামিনে আছি। একইভাবে বর্তমানে হত্যার ঘটনায় আবারও আমাকে হয়রানি করার জন্য চেষ্টা চলছে।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘সামনেই ইউপি নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি, সে জন্যই ষড়যন্ত্র করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান।’ নিহত হাসিব চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন। হাসিব স্থানীয় কিশোর গ্যাং নেতা ছিলেন বলে জানান সাবেক চেয়ারম্যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হাসিবের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পরিকল্পিতভাবে হাসিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা করা হয়েছে।
পিরোজপুরের কাউখালীতে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিব বয়াতি (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। হাসিব ওই এলাকার ইউনুস বয়াতির ছেলে।
হাসিবের মা নিরু বেগম বলেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল হাসিবের। গতকাল সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিবকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে সন্ত্রাসীরা।
নিরু বেগম আরও বলেন, খবর পেয়ে তার বাবা ইউনুস বয়াতি গিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের বাবা ইউনুস বয়াতি বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ হোসেন বলেন, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সকালে ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মল্লিক বলেন, হাসিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার বলেন, কয়েক দিন আগে স্থানীয় সাবেক মেম্বার মহারাজের ওপর হামলা করার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যাকাণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমানের ইন্ধন আছে বলে তিনি মনে করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘এই ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের তালিকা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। সামনেই ইউপি নির্বাচন ঘিরে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।’
তবে সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান এই অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে ইউপি সদস্য মামুন হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আসামি করা হয়েছে। অথচ আমি এর কিছুই জানি না। ওই মামলায় বর্তমানে জামিনে আছি। একইভাবে বর্তমানে হত্যার ঘটনায় আবারও আমাকে হয়রানি করার জন্য চেষ্টা চলছে।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘সামনেই ইউপি নির্বাচনে আমি যাতে অংশগ্রহণ করতে না পারি, সে জন্যই ষড়যন্ত্র করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান।’ নিহত হাসিব চেয়ারম্যানের ঘনিষ্ঠ লোক বলেও দাবি করেন। হাসিব স্থানীয় কিশোর গ্যাং নেতা ছিলেন বলে জানান সাবেক চেয়ারম্যান।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হাসিবের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। পরিকল্পিতভাবে হাসিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় হত্যা মামলা করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫