Ajker Patrika

মঠবাড়িয়ায় কলেজছাত্র রাহাত হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৬ 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫: ৪০
মঠবাড়িয়ায় কলেজছাত্র রাহাত হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার ৬ 

পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্র রাহাত হাওলাদার হত্যা মামলার ৪ নম্বর আসামি রায়হান ওরফে রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) গভীর রাতে মঠবাড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে পাথরঘাটা থেকে রনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রনি টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের ছেলে।

রাহাত হত্যা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন এজাহারনামীয় এবং দুজন সন্দেহভাজন আসামি।

গ্রেপ্তার হওয়া রনিরনি ছাড়া গ্রেপ্তারকৃত বাকি পাঁচ আসামি হলেন উপজেলার দক্ষিণ গুলিসাখালী গ্রামের মহারাজ মালের ছেলে শাওন মাল (১৭), আলী ফরাজীর ছেলে আসাদুল ফরাজী (১১), দুর্গাপুর গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে নাদিম মোল্লা (১৭) এবং সন্দেহভাজন চুন্নু মিয়া ও সেন্টু। 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তার রনিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এর আগে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশপ্রসঙ্গত, গত শনিবার রাতে উপজেলার টিয়ারখালী আ. মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে শুভ তার বন্ধুদের নিয়ে গুলিসাখালী আসার পথে পূর্বশত্রুতার জেরে মহারাজ মৃধবাড়ি নামক স্থানে শুভর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। শুভকে বাঁচাতে তাঁর বন্ধুরা এগিয়ে এলে দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি কোপে রাহাত, সানাউল, আরিফ ও আ. লতিফ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত হাওলাদারকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত