Ajker Patrika

স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৬: ১৬
স্বাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, দম্পতি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাশেদ ইকবালের স্বাক্ষর জাল করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাতে মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান মামলা করেন।
 
মামলার আসামিরা হলেন নলছিটি পৌরসভার হিসাবরক্ষক রেখা বেগম ও তাঁর স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলাম।

জানা গেছে, মেয়র ও সচিবের স্বাক্ষর জাল করে চার লাখ টাকার একটি চেক সোনালী ব্যাংক নলছিটি শাখায় জমা করেন পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন। টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর চেকের স্বাক্ষর দেখে ম্যানেজারের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে মেয়রের সঙ্গে যোগাযোগ করেন। মেয়র জানান, তিনি স্বাক্ষর করেননি। মেয়র বিষয়টি বুঝতে পারলে রেখা বেগম ও তাঁর স্বামীকে পুলিশের হাতে তুলে দেন। 

নলছিটিতে মেয়রের সাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগনলছিটি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান বলেন, 'কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের চেষ্টা করায় তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছি।' 

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, মেয়র বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সুগন্ধা এন্টারপ্রাইজের মালিক এ বি এম জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত