Ajker Patrika

মেট্রোরেল প্রকল্পের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ১১

মিরপুর প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৯
মেট্রোরেল প্রকল্পের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ১১

মেট্রোরেল প্রকল্পের সরঞ্জাম চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের ১১ সদস্যকে শাহ আলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোতালেব শিকদার, নজরুল ইসলাম, হাবিব উল্লাহ ভূঁইয়া, ওয়ালীউল্লাহ ওরফে বাবু, সুমন ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, আবদুর ছাত্তার, মো. আশিক, আমজাদ হোসেন রাজন, মো. মনির ও মো. রিয়াজুল।

র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৮টি আইবিম, একটি ট্রাক ও একটি প্রাইভেট কার, ৪ লাখ ২৩ হাজার টাকা ও ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত