রংপুর প্রতিনিধি
রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে ‘ডেমি অফিশিয়াল লেটার’ (ডিও লেটার) দেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটারসহ ভুয়া কাগজপত্র ও ছবি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসেন আলী। তিনি জানান, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মামলা হয়েছে।
মামলার পর রাতেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাহপুর থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা রংপুর মহানগর পুলিশ লাইনের এমটি (যানবাহন) শাখায় কর্মরত কনস্টেবল মাসুদার রহমান মাসুদ (৪৫), রংপুর সদর উপজেলার উত্তর মহেষপুর গ্রামের জুয়েল রানা (২৮), একই এলাকার আল আমিন (১৯) এবং মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুপাড়া গ্রামের মোসাদ্দেক হোসেন (২০)।
পুলিশ জানায়, সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রংপুরে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। চক্রের ফাঁদে পা দিয়ে আসামি জুয়েল রানা তাঁর ভাতিজা আল আমিনকে নিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এ চক্রের মূলহোতা পুলিশ কনস্টেবল মাসুদার রহমান মাসুদের সঙ্গে আলোচনা করেন। একপর্যায়ে মাসুদের কথামতো আল-আমিন ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা চক্রের অজ্ঞাত সদস্যের কাছ থেকে ডিও লেটার সংযুক্ত একটি খাম গ্রহণ করেন। একইভাবে অপর আসামি মোসাদ্দেক হোসেনকেও চাকরির প্রলোভন দেখান মাসুদ। এভাবে মাসুদ বিভিন্নজনের সঙ্গে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মূল্যবান জামানত জাল করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জাল ডিও লেটারটি জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ।
রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে ‘ডেমি অফিশিয়াল লেটার’ (ডিও লেটার) দেওয়ার ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটারসহ ভুয়া কাগজপত্র ও ছবি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসেন আলী। তিনি জানান, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মামলা হয়েছে।
মামলার পর রাতেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন—গাইবান্ধার সাদুল্লাহপুর থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা রংপুর মহানগর পুলিশ লাইনের এমটি (যানবাহন) শাখায় কর্মরত কনস্টেবল মাসুদার রহমান মাসুদ (৪৫), রংপুর সদর উপজেলার উত্তর মহেষপুর গ্রামের জুয়েল রানা (২৮), একই এলাকার আল আমিন (১৯) এবং মিঠাপুকুর উপজেলার রূপসী গাছুপাড়া গ্রামের মোসাদ্দেক হোসেন (২০)।
পুলিশ জানায়, সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে রংপুরে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। চক্রের ফাঁদে পা দিয়ে আসামি জুয়েল রানা তাঁর ভাতিজা আল আমিনকে নিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে এ চক্রের মূলহোতা পুলিশ কনস্টেবল মাসুদার রহমান মাসুদের সঙ্গে আলোচনা করেন। একপর্যায়ে মাসুদের কথামতো আল-আমিন ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা চক্রের অজ্ঞাত সদস্যের কাছ থেকে ডিও লেটার সংযুক্ত একটি খাম গ্রহণ করেন। একইভাবে অপর আসামি মোসাদ্দেক হোসেনকেও চাকরির প্রলোভন দেখান মাসুদ। এভাবে মাসুদ বিভিন্নজনের সঙ্গে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মূল্যবান জামানত জাল করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জাল ডিও লেটারটি জব্দ করেন জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল আহম্মেদ।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫