Ajker Patrika

হ্যাকারের কবলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম পাইপলাইন অপারেটর, সব কার্যক্রম বন্ধ

আপডেট : ০৮ মে ২০২১, ২৩: ৫৬
হ্যাকারের কবলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম পাইপলাইন অপারেটর, সব কার্যক্রম বন্ধ

ঢাকা: সাইবার হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি পাইপলাইন অপারেটর কলোনিয়াল পাইপলাইন তাদের পুরো নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের জ্বালানির প্রায় অর্ধেক সরবরাহ করে এই প্রতিষ্ঠান। বার্তা সংস্থা রয়টার্স কোম্পানির সূত্রের বরাত দিয়ে বলেছে, হ্যাকাররা নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। এটি র‍্যানসমওয়্যার হামলা। হ্যাকাররা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছিল।

কলোনিয়ান পাইপলাইন পূর্ব এবং দক্ষিণ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে অবস্থিত পরিশোনাগারগুলো থেকে থেকে ৫ হাজার ৫০০ মাইল পাইপলাইনের মাধ্যমে দৈনিক ২৫ লাখ ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধিত জ্বালানি পরিবহন করে।

স্থানীয় সময় শুক্রবার সাইবার হামলার বিষয়টি টের পাওয়ার পরে অধিকতর ক্ষতি এড়াতে কলোনিয়াল পাইপলাইন পুরো সিস্টেম বন্ধ করে দিয়েছে। তারা একটি বিবৃতিতে বলেছে, তাদের এই পদক্ষেপের কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। এ হামলা তাদের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সরকারের একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং কলোনিয়ালের দুটি সূত্র জানিয়েছে, হ্যাকাররা সম্ভবত অত্যন্ত পেশাদার সাইবার অপরাধী গোষ্ঠী। সূত্রটি জানিয়েছে, সাইবার সিকিউরিটি গবেষকদের মাধ্যমে সন্দেহভাজন 'ডার্কসাইড' নামে একটি হ্যাকার গ্রুপ এর জন্য দায়ী কি না খতিয়ে দেখা হচ্ছে।

ডার্কসাইড রেনসমওয়্যার ছড়িয়ে দিয়ে মুক্তিপণ আদায়ের জন্য বেশ কুখ্যাত একটি হ্যাকার গ্রুপ।

পাইপলাইন কতদিন বন্ধ থাকবে তা নিশ্চিত করে জানায়নি কলোনিয়াল পাইপলাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত