Ajker Patrika

সালিসে নারীকে পাথর নিক্ষেপ ও বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
সালিসে নারীকে পাথর নিক্ষেপ ও বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূকে সালিসে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ওই নারীর স্বামী প্রবাসী। এ ঘটনায় ওই নারী শুক্রবার মামলা করেন। এরপর চারজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতোয়াবাজ উপজেলার আলীনগর গ্রামের হাফেজ মো. নুরুল ইসলাম (৩৫), বড়জুম গ্রামের বায়েজিদ হোসেন (৭০), আতিক উল্লাহ (৫০) ও মো. তৈয়ব আলী (৬৮)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, এক অটোরিকশাচালকের সঙ্গে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে মঙ্গলবার রাতে সালিস ডাকা হয়। সেখানে ওই গৃহবধূকে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ওই নারী চুনারুঘাট থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। শুক্রবার ইফতারের পর চুনারুঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। অন্যরা পলাতক।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারী পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন মর্মে শাস্তি হিসেবে তাঁকে ৮২টি বেত্রাঘাত এবং ৮০টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় সালিসে।

এ বিষয়ে জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, ওই নারীর শরীরে বেত্রাঘাতের প্রমাণ পাওয়া গেছে। তবে কয়টি বেত্রাঘাত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পাথর নিক্ষেপের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত