Ajker Patrika

নরসিংদীতে বিনা মূল্যে চিকিৎসাসেবা শুরু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ১১
নরসিংদীতে  বিনা মূল্যে চিকিৎসাসেবা শুরু

নরসিংদীতে গরিব ও অসহায় মানুষের মধ্যে তিন মাস ব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সকালে বানিয়াছল রেলওয়ে উচ্চবিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক এই চিকিৎসা ক্যাম্প শুরু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা আরও জানান, জেলার ১২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে তিন মাস ধরে জেলার ৬ উপজেলায় গরিব ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হবে। গতকাল শনিবার সকালে নরসিংদী পৌর এলাকার বানিয়াছল রেলওয়ে উচ্চবিদ্যালয় মাঠে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়।

প্রথম দিন এই ক্যাম্পে ৮ জন চিকিৎসক প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় রোগীদের বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত