Ajker Patrika

দেখে লেখার আবদার না রাখায় পরীক্ষা কেন্দ্রে ইট নিক্ষেপ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
দেখে লেখার আবদার না রাখায় পরীক্ষা কেন্দ্রে ইট নিক্ষেপ

মাগুরার শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে দেখে লেখার আবদার না রাখায় ইটপাটকেল নিক্ষেপ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।

জানা যায়, এইচএসসি প্রথম পত্রের পরীক্ষায় ১০ মিনিট দেখে লেখার সুযোগ চায় নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা। গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক উৎপল দত্ত এ সুযোগ দিতে রাজি না হওয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে পরীক্ষাকেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় পরীক্ষার্থীরা কেন্দ্রের ট্যাগ অফিসার মনিরুজ্জামান এবং ওই শিক্ষককে অপমান করতে উদ্যত হয়। পরে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যরা পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভুক্তভোগী গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উৎপল দত্ত বলেন, ‘পরীক্ষার্থীরা পরীক্ষায় ১০ মিনিট দেখে লেখার সুযোগ চায়। সুযোগ না দেওয়ায় পরীক্ষা শেষে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। আমাকে ও ট্যাগ অফিসারকে অপমান করতে আসে। পরে আমরা ভয়ে কলেজ থেকে পালিয়ে এসেছি।’

গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মোর্শেদ আলম বলেন, ‘এ বিষয়ে পরে জানলাম। পরীক্ষার্থীরা যা করেছে, ঠিক করেনি। আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত