Ajker Patrika

কার দেখিয়ে অটো ছিনতাই

সাভার প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪২
কার দেখিয়ে অটো ছিনতাই

অভিনব কায়দায় ব্যাটারিচালিত ইজিবাইক (অটো) ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব-৩। গতকাল মঙ্গলবার আশুলিয়ার জিরানী বাজার ও উত্তরা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৮টি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা ঢাকার পার্শ্ববর্তী টাঙ্গাইল ও মানিকগঞ্জে গত তিন বছরে পাঁচ শতাধিক ইজিবাইক ছিনতাই করেছে বলে জানিয়েছে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের মো. বশির আহম্মদ (৪০), মো. জিয়াউর রহমান (২৭), কিশোরগঞ্জের মো. মোস্তফা কামাল (৪৯), দিনাজপুরের মো. জলিল (৩২) ও নড়াইলের মো. ওসমান শেখ (৩১)।

র‍্যাব জানায়, চক্রটির মূল হোতা বশির। তিনি ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। মোস্তফা প্রাইভেটকার ও মাইক্রোবাস সরবরাহ করতেন। জিয়া মোবাইল ফোনে কথা বলার অভিনয় করতেন। জলিল ও ওসমান ইজিবাইক চালিয়ে গ্যারেজে পৌঁছে দিতেন। এসব ইজিবাইক তাঁরা বিভিন্ন গ্যারেজে এনে লুকিয়ে রাখতেন।

র‍্যাব আরও জানায়, চক্রটির সদস্যরা অভিনব কায়দায় ইজিবাইক চুরি করতেন। তাঁরা প্রথমে প্রাইভেটকার বা মাইক্রোবাসযোগে টাঙ্গাইল, মানিকগঞ্জে গিয়ে নতুন ইজিবাইকের ওপর নজরদারি করতেন। তারপর ইজিবাইকের সামনে গিয়ে ইজিবাইকের ড্রাইভারকে শুনিয়ে উচ্চ স্বরে মোবাইলে কথা বলতেন, ‘আম্মা হাসপাতালে ভর্তি, মাঝ পথে গাড়িটা নষ্ট হয়ে গেল। কীভাবে আম্মার কাছে পৌঁছাব? আম্মাকে গিয়ে জীবিত পাব কিনা জানি না’’।

র‍্যাব-৩ জানায়, তখন অপর প্রান্ত থেকে বলতেন, একটা ইজিবাইক নিয়ে চলে আয়। তারপর তাঁরা ইজিবাইকের চালককে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতেন। এরপর ইজিবাইক যাত্রা শুরু করার কিছুক্ষণ পর তাঁরা বলতেন, তাঁদের কিছু জরুরি কাগজপত্র গাড়িতে রয়ে গেছে। ইজিবাইকের চালককে সেই কাগজ গাড়ি থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করতেন। এরপর ইজিবাইকের চালক গাড়ি থেকে নেমে গেলে আটক ব্যক্তিরা ইজিবাইক নিয়ে পালিয়ে যেতেন।

র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রকিবুল হাসান রকিব বলেন, চক্রটি চোরাই ইজিবাইকের রং, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বাজার দামের অর্ধেক দামে বিক্রি করে দিত। এভাবে উক্ত চক্র টাঙ্গাইল, মানিকগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা হতে বিগত ৩ বছরে পাঁচ শতাধিক ছিনতাই করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে মঙ্গলবার বিকেলে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত