Ajker Patrika

বিয়ের ১৬ দিন পর স্বামী খুন

কুষ্টিয়া প্রতিনিধি
বিয়ের ১৬ দিন পর স্বামী খুন

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে সাব্বির হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে স্ত্রী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলা কেটে পালিয়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী রোজিনা। গুরুতর অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।

সাব্বিরের চাচাতো ভাই তামিম জানান, ১৬ দিন আগে লাহিনি বটতৈল এলাকার সামসুল আলমের মেয়ে রোজিনার সঙ্গে তাঁর বিয়ে হয়। সাব্বিরের আগের ঘরের বড় মেয়ে তাঁর সঙ্গে থাকে। বিয়ের পর থেকেই সন্তানসহ বিভিন্ন বিষয় নিয়ে সাব্বিরের সঙ্গে রোজিনার বিবাদ লেগেই থাকত।

এরপর গতকাল ভোররাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির শব্দ পেয়ে তাঁরা সাব্বিরের ঘরে গিয়ে দেখেন সাব্বির রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় পালিয়ে যান রোজিনা। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সাব্বিরের মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালি কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

জোটে নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রেখে আরপিও অধ্যাদেশ জারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ